Wellcome to National Portal

জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী শেরপুর জেলার জনসংখ্যা ১,৫০১,৮৫৩খানা ৩৯৬,১৫১খানার আকার ৩.৭৯  জনসংখ্যার ঘনত্ব ১,১০২

Main Comtent Skiped

Title
শেরপুর জেলায় কৃষি শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে
Details

'কৃষি শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি'

 

 বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি ২০১৯ এর তথ্য সংগ্রহকাজ শেরপুর জেলার পল্লি ও শহর এলাকায় ৯ জুন ২০১৯ তারিখে শুরু হয়েছে। কৃষি শুমারির গণনাকারীগণ তথ্য সংগ্রহের জন্য প্রত্যেকের বাড়িতে গমন করবেন। আপনার খানার কৃষি বিষয়ক সঠিক তথ্য প্রদানের মাধ্যমে গণনাকারীকে সহযোগিতা করুন। ২০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত এ তথ্য সংগ্রহ কার্যক্রম চলবে।

 

কৃষি শুমারিতে কৃষি খানার সংখ্যা, খানার আকার, ভূমির মালিকানা, ভূমির ব্যবহার, কৃষির প্রকার, শস্যের ধরন, চাষ পদ্ধতি, গবাদিপশু ও হাঁস-মুরগির সংখ্যা, মৎস্য খামার, কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হবে। কৃষি শুমারির মাধ্যমে সংগৃহীত তথ্য উপাত্ত জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে ব্যবহৃত হবে।

 

শেরপুর জেলা পরিসংখ্যান অফিস হতে জানা যায়, শেরপুর জেলায় ৩,৭৭,১০৪টি (আনুমানিক) খানা হতে কৃষি শুমারি ২০১৯ এর তথ্য সংগ্রহ করা হবে যেখানে ২০৬ জন সুপারভাইজার এবং ১৪৬২ জন গণনাকারী তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত থাকবে।

 

Images
Attachments
Publish Date
09/06/2019
Archieve Date
21/06/2019